বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিঞ্জপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের এই পোস্টে। আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে এমওডিসি নিয়োগ সম্পর্কে জানতে চান তাহলে আজকের পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি সৈনিক পদে চাকরির বিঞ্জপ্তি সম্পর্কে সমস্ত তথ্য নিচে উপস্থাপন করা হলো:
২০২৫ সালের এমওডিসি সেন্টার এন্ড রেকর্ড, রাজেন্দ্রপুর সেনানিবাস এমওডিসি সৈনিক পদে (শুধুমাত্র পুরুষ প্রার্থী) ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এমওডিসি তে আগ্রহী সকল প্রার্থীদের আবেদন এর জন্য সৈনিক পদে চাকরির উল্লেখিত সম্পর্কিত সকল তথ্য নিচে দেওয়া হলো :-
সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে আবেদন এর যোগ্যতা:
পদের নামঃ এমওডিসি সৈনিক
ট্রেড সমূহের নামঃ সাধারণ (GD), করণিক (CLK) এবং আর্মোরার (ARMR) ট্রেডে ।
পদ সংখ্যাঃ অসংখ্য জন।
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.০০ থেকে ৩.০০ পেয়ে উত্তীর্ণ।
বয়সসীমাঃ ১৬ মার্চ ২০২৫ তারিখে ১৭ বছরের কম এবং ২৫ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।।
এমওডিসি সৈনিক পদে বাংলাদেশ সেনাবাহিনীতে পেশা সংক্রান্ত শিক্ষাগত যোগ্যতা ২০২৫ নিয়োগ বিঞ্জপ্তি :
(i) সাধারণ ট্রেড (GD): এসএসসি/সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ-২.০০ পেয়ে উত্তীর্ণ।
(ii) করণিক ট্রেড (CLK): এসএসসি/সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ।
(iii) আর্মোরার ট্রেড (ARMR): এসএসসি/সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ (বিজ্ঞান বিভাগ)।
বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে আবেদন এর শারিরীক মান (নূন্যতম) যোগ্যতা:-
শারীরিক যোগ্যতা | পুরুষ প্রার্থীদের জন্য | |
উচ্চতা | ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)। | |
ওজন* | ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)। | |
বুক | স্বাভাবিক ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), স্ফীত ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)। | |
চোখ | ৬/৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন (বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়) |
জাতীয়তাঃ বাংলাদেশী নাগরিক (পুরুষ ও মহিলা)
স্বাস্থ্য পরীক্ষাঃ স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য।
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত (বিপত্নীক/ বিবাহ বিচ্ছেদকারী নয়)।
সাঁতারঃ সাঁতার জানা অত্যাবশ্যক (ন্যূনতম ৫০ মিটার)।
আবেদন ফি: একজন প্রার্থী আবেদন স্বাপেক্ষে সাধারণ (GD).(CLK)&(ARMR) ট্রেডে আবেদন করতে পারবেন। এমওডিসি সদস্যদের সন্তাগণও (MS) প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন।সকল ক্ষেত্রে এসএমএস অনলাইন এর মাধ্যমে করতে হবে। প্রতি আবেদন এর সর্বোমোট ৩০০/- টাকা(ভর্তি পরিক্ষা ফি বাবদ ২০০/- এবং অনলাইন রেজিষ্ট্রেশন ফি বাবদ ১০০/-) কর্তন করা হবে।
বাংলাদেশ সেনাবাহিনী তে এমওডিসি সৈনিক পদে নতুন নিয়োগ বিঞ্জপ্তি ২০২৪
আবেদনের শুরু সময় : ২৫ নভেম্বর ২০২৪ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ২০ ডিসেম্বর ২০২৪ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।
বাংলাদেশ সেনাবাহিনী তে এমওডিসি সৈনিক পদে নতুন জব সার্কুলার
বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে নিয়োগ বিঞ্জপ্তি অফিশিয়াল নোটিশের ইমেজ এবং পিডিএফ আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত করা হয়েছে।আপনি চাইলে সেনাবাহিনীর চাকরির ইমেজ বা পিডিএফ ফাইল সেভ করে নিজের কাছে সংরক্ষণ করতে পারবেন।
সর্তকীকরণ: বাংলাদেশ সেনাবাহিনীতে টাকার বিনিময়ে লোক নিয়োগ করা হয় না। বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি তে কেবল রিক্রুটিং অফিসার কতৃক সরাসরি নিয়োগ এবং নিয়োগপত্র প্রদান করা হয়।বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি নিয়োগ এর জন্য প্রতারক বা কেবল দালালদের কবল থেকে সর্তক থাকুন।কেউ আর্থিক লেনদেন/ঘুষ বা কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারীর সংস্থার নিকট নোটিশ জারি করুণ।বাংলাদেশ সেনাবাহিনির এমওডিসি সৈনিক পদে যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ প্রদান করা হয়। ঘুষ দেওয়া নেওয়া শাস্তিযোগ্য অপরাধ, ঘুষ প্রদান হতে বিরত থাকুন। ধন্যবাদ।
আমাদের পোস্টে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেকবেন,কোনো প্রকার অভিযোগ থাকলে কমেন্ট বক্স এ জানাবেন